বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
বিএনপির দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ
expand
বিএনপির দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের মাখনিয়া গ্রামে পূর্ব বিরোধ ও দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই সংঘর্ষে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থক আকবর মিয়া ও মোর্শেদ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের মাঝে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X