

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় র্যাব-৯ এর সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ রিপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জগামী একটি প্রাইভেট কারে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পূর্ব তিমিরপুর এলাকায় রুটিন চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি থামিয়ে চালক রিপন মিয়াকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদে রিপন জানায়, গাড়ির পেছনের ডালার নিচে লুকানো রয়েছে মাদকদ্রব্য। তার দেখানো মতে সাদা প্লাস্টিকের বস্তা থেকে টেপ মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিপন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন বলে র্যাবকে জানিয়েছেন।
র্যাব-৯ জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছে। তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার করা গাঁজা, প্রাইভেট কার এবং রিপন মিয়াকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন