

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছেন।
কোনাবাড়ী আমবাগ মিতালী ক্লাব এলাকার হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ)–এর শ্রমিকরা জানান, জেনারেল ম্যানেজার তালেব আলী মানিক ও প্রশাসনিক কর্মকর্তা সুমনকে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে অপসারণের কথা মালিক পক্ষ বলেছিল। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে তাদের আবার কারখানায় প্রবেশের সুযোগ দেওয়া হয়।
সাধারণ দিনের মতো সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ দিলেও জেনারেল ম্যানেজার তালেব আলী মানিককে কারখানায় দেখে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরে সকাল ১০টা থেকে তারা কাজ বন্ধ করে ফ্লোরে এবং মূল ফটকের সামনে অবস্থান নেন।
এক সুয়িং অপারেটর সৌরভ বলেন, “আমরা জিএম তালেব ও এডমিন অফিসার সুমনকে চাই না। মালিক পক্ষ বলেছিল তাদের সরিয়ে দেবে, কিন্তু আজ আবার জিএম স্যারকে ফ্যাক্টরিতে দেখতে পেলাম, তাই কাজ বন্ধ রেখেছি।”
আরেক সুয়িং অপারেটর আনোয়ার জানান, “মালিক পক্ষ এলে বিষয়টির সমাধান হবে। আমরা কোনো ভাঙচুর করছি না, শুধু কাজ বন্ধ করে অবস্থান করছি।”
হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ)-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেন-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান জানান, দুইজন স্টাফকে অপসারণ নিয়ে শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতিতে আছে। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছেন।
মন্তব্য করুন