বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
কালিয়াকৈর থানা
expand
কালিয়াকৈর থানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকায় শনিবার গভীর রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। রাত ৩টায় মুখোশধারী প্রায় ১৫ জনের একটি ডাকাত দল স্থানীয় সিরাজুল ইসলাম খোকার বাড়িতে হানা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা সিরাজুল ইসলাম খোকাসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ঘরে থাকা নগদ ৭০-৭৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতির সময় বাধা দিতে গেলে খোকার ভাতিজা সাদ্দামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।

ঘটনার পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৃহকর্তা সিরাজুল ইসলাম খোকা বলেন, প্রথমে গেটের শব্দ শুনে বাইরে বের হই। দেখি একজন দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম চোর। পরে তারা বলে ‘আমরা ডাকাত; চুপ থাক।’ এরপর আমাদের সবাইকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। আমার ভাতিজা সাদ্দাম মোবাইলে খবর পেয়ে এগিয়ে আসলে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরি মারে।

ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত করে দ্রুত ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X