রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
কালিয়াকৈর থানা
expand
কালিয়াকৈর থানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মাদ্রাসার এক নারী শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার মাদ্রাসার অধ্যক্ষ জুলহাস উদ্দিন তারেককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাজীপুর আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত ওই মাদ্রসার অধ্যক্ষ হলেন চট্রগ্রামের খুলশি উপজেলার লালখান বাজার গ্রামের মৃত নুর নবীর ছেলে।

এলাকাবাসী জানায়, ওই নারী শিক্ষার্থী ও তার ছোট ভাই দুইজনে গত বৃহস্পতিবার সকালে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় পড়তে যায়। সেখানে গ্রেপ্তারকৃত জুলহাস সকাল সাড়ে ৯টার দিকে টিফিন নিয়ে দেয় তাকে। এ সময় ছেলে শিক্ষার্থীরা বাসায় টিফিনের জন্য গেলে সুকৌশলে মাদ্রাসার পেছনের বাসায় ওই নারী শিক্ষার্থীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ খবর পেয়ে নারী শিক্ষার্থীর বাবা ও স্থানীয় লোকজজন ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে জুলহাসকে গ্রেপ্তার করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জুলহাসকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ওই নারী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো. জুবায়ের আহমেদ বলেন, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে নারী শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন