বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৪ ইউনিট 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানায় আগুন
expand
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানায় আগুন

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১ টার দিকে আগুন লেগেছে। কয়েল কারখানায় লাগা আগুন ইতোমধ্যে আশপাশে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১ টার দিকে বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় আগুন লাগে৷ আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে।

আগুনের ধোঁয়ায় পুড়ো এলাকা কালো হয়ে গেছে৷ পরে খবর পেয়ে প্রথমে ২ ইউনিট, পরে আরও দু'টি ইউনিটসহ মোট ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন