

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
বুধবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১ টার দিকে আগুন লেগেছে। কয়েল কারখানায় লাগা আগুন ইতোমধ্যে আশপাশে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১ টার দিকে বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় আগুন লাগে৷ আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে।
আগুনের ধোঁয়ায় পুড়ো এলাকা কালো হয়ে গেছে৷ পরে খবর পেয়ে প্রথমে ২ ইউনিট, পরে আরও দু'টি ইউনিটসহ মোট ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ আমাদের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।
মন্তব্য করুন