বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
expand
কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রাটি কাপাসিয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সিনিয়র নেতা ফকির মো. মমতাজ উদ্দিন রেনুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন সদর সড়কে আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, “দেশের গণতন্ত্রকামী মানুষের প্রিয় দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন। জনগণের পক্ষে বিএনপি আছে, আর বিএনপির পাশে জনগণ রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X