শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে ফাঁকা গুলিতে আতঙ্ক, সন্ত্রাসীর গ্রেপ্তারের দাবিতে বাড়ি ঘেরাও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের বাড়ি ঘেরাও
expand
স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের বাড়ি ঘেরাও

গাজীপুরের শ্রীপুরে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ রাতেই তার বাড়ি ঘেরাও করে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায়। অভিযুক্ত মো. জহিরুল ইসলাম লিটন (৪৭) ওই ইউনিয়নের বরামা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, লিটন দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। শুক্রবার রাতে তিনি হঠাৎ এলাকায় এসে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়লে জনতা তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে লিটন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তার বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সরিয়ে দেয়। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা তিন জায়গায় গুলির শব্দ শুনেছেন, তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন