

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের পূবাইল এলাকায় তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এসময় ও তার সঙ্গে থাকা দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল বাজার (ফেরিঘাট) রেলক্রসিং অতিক্রমকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়ার দিকে যাওয়ার সময় এক নারী তার সঙ্গে থাকা দুই শিশুসহ হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে নিহতদের সঙ্গে থাকা একটি পার্টস ব্যাগে পাওয়া ভোটার আইডি কার্ড থেকে নারীর পরিচয় জানা যায়। তার নাম হাফেজা খাতুন মালা। আইডি কার্ড অনুযায়ী তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মোজাম্মেল হক।
নিহত দুই শিশুর বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পূবাইল রেলস্টেশন মাস্টার মো. মুসা জানান, পূবাইল বাজার রেলগেটের অদূরে এক নারী দুই শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিহত নারীর শ্বশুরবাড়ি স্থানীয় কোনো গ্রামে হতে পারে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।
রেলওয়ে ভৈরব থানার ওসি জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
