শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ফের অসুস্থ অর্ধশতাধিক পোশাক শ্রমিক, কারখানা ছুটি ঘোষণা

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 
expand
অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে ২১ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রমিকরা বলেন, প্রতিদিনের মতো সকাল থেকে কাজ শুরু করেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পরই একে একে শ্রমিকদের শ্বাসকষ্ট, বমি ও খিচুনি শুরু হয়। আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন ফ্লোরের আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, শ্রমিকরা কী কারণে অসুস্থ হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি বিবেচনায় আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, বেশিরভাগ শ্রমিক শ্বাসকষ্টে ভুগছেন। কয়েকজনের প্যানিক অ্যাটাক হয়েছে। পাশাপাশি বমি ও খিচুনির উপসর্গও দেখা গেছে।

শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X