

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। সকাল থেকে শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কারখানার সামনে জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জানায়, কোনো পূর্বসংকেত ছাড়াই একদল উশৃঙ্খল শ্রমিক হঠাৎ করে কারখানার সামনে সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছে পুলিশ। এতে কয়েকজন শিল্প পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য যমুনা ডেনিমস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোহাম্মদ মোর্শেদ জামান বলেন, “উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন
