

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর শাখা। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে টঙ্গী এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের কণ্ঠে, শাকসু নির্বাচন স্থগিত কেন জবাব চাই, দিতে হবে, লন্ডন না শাকসু শাকসু, শাকসু সহ নানা প্রতিবাদী স্লোগান শোনা যায়। এতে পুরো এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। তিনি শাকসু নির্বাচন স্থগিতের তীব্র সমালোচনা করে বলেন,জুলাই বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। অথচ একটি বিশেষ সংগঠন পরিকল্পিতভাবে শাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
তারা পরাজয়ের আশঙ্কায় নির্বাচনে অংশ নিতে চায় না। অতীতের সব ছাত্রসংসদ নির্বাচনে তাদের ভরাডুবির ইতিহাস রয়েছে।তিনি আরও অভিযোগ করেন যে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। অবিলম্বে চেম্বার জজ আদালতের মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত শাকসু নির্বাচনের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
