বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
গাজীপুরে ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা
expand
গাজীপুরে ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাতদিন ব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্রি এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান ভুইয়া।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলস ভাবে কাজ করছে। ব্রি র গবেষণা কার্যক্রম বিশ্বের কাছে উদাহারণ। ব্রি এর মহাপরিচালক আরো বলেন, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে ব্রি গবেষণা জোরদার করেছে।

বর্তমানে দেশের ৭০ ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের জাতের চাষাবাদ হয় এবং এর থেকে আসে দেশের মোট ধান উৎপাদনের শতকরা ৮০ ভাগ। ব্রি এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১২১টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে যার মধ্যে বেশ কটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সম্পন্ন।

কর্মশালায় ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যোগ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X