শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
expand
বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ও বিক্ষোভ করছেন।

জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেয়া হচ্ছেনা। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি জানান, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেব, আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিক মোতো বাজার করে খাইতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবই।

রুজিনা খাতুন জানান, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কি দেখে আমরা কিভাবে বেচে আছি। কিভাবে ভাড়া বাড়িতে থাকছি, কি খাচ্ছি। আমাগো ঘাম ঝড়ানো করা টাকা দিয়ে তারা ঠিকি ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে বিভিন্ন ভাবে কথা বলছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার মালিকপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X