

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীতে অপরাধ দমন এবং পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
এখন থেকে অপরাধের তথ্য জানাতে বা সাহায্য পেতে নাগরিকদের আর থানায় দৌড়াতে হবে না।বিভিন্ন স্থানে সেঁটে দেওয়া নির্দিষ্ট নম্বরে কল করলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা জানান জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার বলেন, জিএমপি পুলিশে দালালদের দিন শেষ। সাধারণ মানুষ যাতে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন,সেজন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর সংবলিত স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সেবা পেতে এখন থেকে পুলিশই জনগণের কাছে যাবে।
সোর্স বা দালালের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি নাগরিক যোগাযোগ উৎসাহিত করা হচ্ছে। দলমত নির্বিশেষে অপরাধ দমনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
পথসভায় কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন এডিশনাল কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এসএম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম আশরাফুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
