

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈরে দুইদিনে একটি কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা ঢাকা মহাখালি কলেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলী এলাকার কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলে ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে পেট ব্যাথা, মাথা ঘুরা, বমি এবং পাতলা পায়খানা শুরু হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সোমবার রাতেও কিছু শ্রমিক অসুস্থ হয়ে পরে।
অসুস্থ হয়ে পরা নাসিম ইকবাল ও শিমু আক্তার নামে দুইজন শ্রমিক জানায়, গতকাল সন্ধ্যা থেকে অনেক শ্রমিকের হঠাৎ করে ডায়রিয়া ও মাথা ব্যাথা শুরু হয়। আজকে সকালে তারা কারখানায় প্রবেশ করার সাথে সাথেই আবারও অসুস্থ হয়ে পরেন।
মোয়াজউদ্দিন টেক্সটাইল লিঃ কারখানার এমডি মোঃ লুৎফর রহমান বলেন, গত তিনদিন ধরে এ সমস্যা হচ্ছে। কারখানার ভেতরে শ্রমিকরা আসলেই অসুস্থ হয়ে পড়ছে। আজকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা দুইদিনের ছুটি ঘোষণা করা হয়।
পরে তাদেরকে সফিপুর তানহা মেডিক্যালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, প্রায় অর্ধশতাধিক শ্রমিককে ঢাকা মহাখালী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কিছু শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, মোয়াজউদ্দিন টেক্সটাইল লিঃ কারখানার প্রায় শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, কারখানার পানিতে কোনো সমস্যা আছে কিনা তা টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
