

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ফরিদ উদ্দীনের (৪৫) বিরুদ্ধে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর ঘরে দুটি সন্তান থাকলেও প্রায় ১২ বছর আগে তিনি শিউলীকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন শিউলী। শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের একপর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর মরদেহ বাড়ির পাশের কলাবাগানে ফেলে পালিয়ে যায় ফরিদ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিউলীর পরিবার অভিযোগ করেছে, বিয়ের পর থেকেই নানা অজুহাতে তাকে মারধর করতেন ফরিদ। হত্যার পর পালিয়ে গিয়ে দায় এড়াতে চাইছে সে। দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ পলাতক, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
