

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ী, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস বিফিং এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ী ও তৈরী পোশাকসহ ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
লিখিত বক্তব্য তিনি আরো জানান, বিজিবি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০.০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত।
এ বিভিন্ন এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে চলতি মাসে ২ কোটি ৯৯ লক্ষ ১৭ হাজার ১৫৫ টাকার মালামাল জব্দ করে।সট- লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন অধিনায়ক, ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন।
এসময় উপস্থিত ছিলেন, ৪ বিজিবির সহকারি পরিচালক নজরুল ইসলাম খান, ৪ বিজির সুবেদার মেজর আবুল কালামসহ প্রমূখ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
