বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
সংঘর্ষে আহতদের কয়েকজন
expand
সংঘর্ষে আহতদের কয়েকজন

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আসন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় আধঘণ্টা পর দলীয় নেতাদের হস্তক্ষেপ এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

উপজেলা আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, “গ্রাম থেকে এসে যদি কেউ বিশৃঙ্খলা করে, তা মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব দাবি করেন, কোনো গ্রুপিং নেই। মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করেই কিছু বিশৃঙ্খলা হয়েছে, তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন