শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে মহিলা জামায়াতের বৈঠকে যুবদলের হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম
আহত জামায়াত শিবিরের নেতাকর্মীরা হাসপাতালে ভর্তি
expand
আহত জামায়াত শিবিরের নেতাকর্মীরা হাসপাতালে ভর্তি

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে মহিলা জামায়াতের এক ধর্মীয় অনুষ্ঠানে যুবদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে জামায়াত ও শিবিরের ছয়জন এবং যুবদলের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষের দাবি। ঘটনাটি সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের আল-আমিন মার্কেট সংলগ্ন এলাকায় ঘটে।

আহত জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—ইউনিয়ন শিবির সভাপতি আরমান হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি সোহরাব হাসান, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, শিবিরের প্রকাশনা সম্পাদক সারাফাতুল্লাহ এবং ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় মহিলা জামায়াতের তালিম কর্মসূচি চলাকালে যুবদল নেতা কামরুল ও তার কয়েকজন সহকর্মী সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষ বসে সমাধানের চেষ্টা করে।

রাতে আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। তিনি অভিযোগ করে বলেন, “মহিলা জামায়াতের কর্মসূচি বানচাল করার জন্য যুবদল ও বিএনপির কিছু কর্মী পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।”

অন্যদিকে, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, “জামায়াতের কিছু সদস্য ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছিল। আমাদের এক নেতা বিষয়টি বন্ধ করতে বললে তারা উল্টো আমাদের ওপর হামলা চালায়।” তার দাবি, এতে যুবদলের অন্তত সাতজন আহত হয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “ঘটনাটি উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল, পরে স্থানীয়ভাবে সমাধান হয়েছে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, মহিলা জামায়াতের কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়ভাবে সমঝোতার কথাও তিনি শুনেছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন