বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মীভূত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে অগ্নিকাণ্ড
expand
উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে অগ্নিকাণ্ড

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ডজনের বেশি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরমান বলেন, “খবর পেয়ে বাজারে গিয়ে দেখি আগুনে দোকানগুলো একে একে পুড়ে যাচ্ছে। আমরা নিজেরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষণে সব শেষ।”

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আশপাশের অন্যান্য দোকান ও মার্কেট আগুন থেকে রক্ষা পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন