

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজিজ ফাজিলপুরের ঘনবসতিপূর্ণ গ্রামে দাগনভূঁইয়া পৌরসভার ময়লা ফেলার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় এক বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আব্দুল মালেক মানিক সাহেব এবং সঞ্চালনায় ছিলেন আশরাফুল হক।
মানববন্ধনে সভাপতি বলেন, “এই এলাকায় পৌরসভার ময়লা ফেলার প্ল্যান্ট কোনভাবেই করতে দেওয়া হবে না।”
মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুর বলেন, “প্রয়োজনে আমরা রক্ত দেব, কিন্তু স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এই প্ল্যান্ট এখানে করতে দেব না।”
বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ময়লার প্ল্যান্ট স্থাপন করা হলে পরিবেশ, পানি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে।
বক্তারা এসময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রস্তাবিত জায়গার অদূরেই রয়েছে দুইটি বিদ্যালয়, দুইটি মাদ্রাসা, তিনটি মসজিদ এবং কয়েক হাজার মানুষের বসবাস। তাই পৌরসভার ময়লা পৌরসভা এলাকাতেই বা জনমানবহীন স্থানে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয় এজন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুর, যুবনেতা জামাল উদ্দিন টিংকু, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
