শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম
expand
ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর দাগনভূঞা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশে যাত্রা করছিল। সিলোনীয়া বাজারে পৌঁছালে সেটি সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—দাগনভূঞার খুশিপুর এলাকার শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের মো. শ্রাবণ।

আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জায়লস্করের জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন; খুশিপুরের নাফসি; ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার আব্দুল্লাহ ও খোদেজা বেগম। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন