

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, ফরিদপুর-৪ আসনের আওতাধীন আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভে নামে। এ সময় তারা থানায় প্রবেশ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান। তিনি বলেন, সকাল পর্যন্ত এলাকা শান্ত ছিল। কিন্তু হঠাৎ হাজারো মানুষ উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ঘটনার কারণে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
পরে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে প্রবেশ করে বিক্ষুব্ধরা ব্যাপক ভাঙচুর চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আন্দোলনকারীরা প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে একে একে সব দপ্তরে ভাঙচুর চালায় এবং কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
তিনি আরও বলেন, “আমরা প্রাণভয়ে পালিয়ে এসেছি, তবে ইউএনও নিরাপদে আছেন।”
জানা গেছে, কয়েকদিন ধরেই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আসছিল। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারও অবরোধ শুরু হলেও শুরুতে যান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ থানা ও উপজেলা পরিষদে হামলা চালায়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    