শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধে আবারও অচল ফরিদপুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম
মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা
expand
মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গার ছয়টি স্থানে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। টায়ারে আগুন জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে হাজারো মানুষ অবস্থান নেন।

অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দুটি ইউনিয়নকে আগের আসনে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসন পুনর্নির্ধারণের তালিকা প্রকাশ করে। এতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই ভাঙ্গা উপজেলাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করছেন।

২০১৩ সালের আগে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা ছিল ফরিদপুর-৪ আসনে এবং ভাঙ্গা উপজেলা ছিল ফরিদপুর-৫ আসনে। পরবর্তী পুনর্বিন্যাসে ফরিদপুরের পাঁচ আসন কমে চার আসন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন