

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি একটি কাভার্ডভ্যানের চালক, তার নাম শামীম আহমেদ, বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) ভোররাতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস—লাবিবা পরিবহন। বাসটি যখন কুতুবপুর এলাকায় পৌঁছায়, তখন সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার জেরে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অন্য পাশে ছিটকে পড়ে।
কিন্তু এখানেই শেষ নয়—ঠিক তখন আরও একটি বাস পেছন দিক থেকে এসে ছিটকে পড়া কাভার্ডভ্যানটিকে আবারও ধাক্কা দিয়ে চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।
এই দুই ধাপে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তিনি আরও বলেন,
“দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে গতি নিয়ন্ত্রণ ও দূরত্ব না মানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    