শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
ফরিদপুর-২

ধানের শীষের পক্ষে রামনগরে লিফলেট বিতরণ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
ফরিদপুরে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
expand
ফরিদপুরে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

প্রতীক বরাদ্দের পর দেশজুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, তুলে ধরছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মিলনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইউনিয়নের বিভিন্ন বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মাসুদ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ হোসেন এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মাস্টার।

প্রচারণাকালে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X