

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দার পা দিয়ে লিখে এইচএসসি পাস করা জসিম মাতুব্বরের (২৬) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গত ২০২৩ সাল থেকে তিনি জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য নির্বাচন অফিসে ধরনা দিয়ে আসছিলেন। কিন্তু কোনো কাজই হয়নি। অবশেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি নেওয়া হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের তত্ত্বাবধানে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর (পায়ের মাধ্যমে) সংগ্রহ করা হয়।
ইউএনও দবির উদ্দিন জানান, প্রয়োজনীয় কাজ শেষ করে প্রত্যয়নপত্র সংযুক্ত করে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে কাগজপত্র পাঠানো হয়েছে। খুব দ্রুতই জসিম এনআইডি হাতে পাবেন।
জন্ম থেকেই দুই হাতবিহীন জসিম পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়াশোনা ও বিভিন্ন সরকারি-বেসরকারি সেবায় তিনি দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিলেন।
নির্বাচন অফিসে গেলে তাকে অনলাইনে আবেদন করতে বলা হয়। একাধিকবার আবেদন জমা দিলেও কোনো কাজ হয়নি। এ পর্যায়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন এবং দ্রুত এনআইডি প্রদানের উদ্যোগ নেন।
জসিম মাতুব্বর বলেন, আমি আজ সত্যিই খুব আনন্দিত। জন্ম থেকে হাত না থাকার কারণে অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাইনি। পড়াশোনা ও নানান কাজে আমি সমস্যায় পড়তাম। আজ ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    