শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াতের গণমিছিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
ফরিদপুরে জামায়াতের নির্বাচনী গণমিছিল
expand
ফরিদপুরে জামায়াতের নির্বাচনী গণমিছিল

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা।

গণমিছিলে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবসহ দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে গোয়ালচামট মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর আবদুত তাওয়াব বলেন, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে যারা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে ভীতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ নাগরিকদের সকল মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X