শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
expand
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক নবীন শেখ (২২)। তিনি ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে।

অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলফার রাশেদ (৩০)। তার বাড়ি ও বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলফার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X