

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রত্যন্ত কাইচাইল এলাকা পরিদর্শন করেছেন। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
সফরকালে রাষ্ট্রদূত কাইচাইলে অবস্থিত গোলাপি বেগমের বাড়িতে অবস্থান করেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। জানা গেছে, গোলাপি বেগম সপরিবারে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত ও তাঁর পরিবারের সঙ্গে গোলাপি বেগমের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই পারিবারিক সম্পর্কের সূত্র ধরেই রাষ্ট্রদূত কাইচাইলে তাঁর গ্রামের বাড়ি পরিদর্শনে আসেন।
সফরসূচির অংশ হিসেবে রাষ্ট্রদূত ভাঙ্গা ও নগরকান্দা এলাকায় জাতীয় সম্মান ও সৌজন্য সংবর্ধনায় অংশ নেন। পরে তিনি দক্ষিণ কাইচাইল মাদ্রাসা সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আন্তর্জাতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি কৃষি, ক্ষুদ্র শিল্প ও যুব উন্নয়নসহ স্থানীয় পর্যায়ে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
পাশাপাশি গ্রামীণ ও আধা-গ্রামীণ উন্নয়নে আলজেরিয়ার অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন।
নগরকান্দা ও কাইচাইল সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এখানকার মানুষের আন্তরিকতা ও উষ্ণ আতিথেয়তা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।
রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে গোলাপি বেগমের পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক ইতিবাচক নিদর্শন হিসেবে দেখছেন।
মন্তব্য করুন
