বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
ভাঙ্গায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ
expand
ভাঙ্গায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টানা তিন ঘণ্টা বেগ পেতে হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত দফায় দফায় ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে দুইপক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অনেকের মাথায় হেলমেট পরিচিত দেখা গেছে। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরইবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদার গ্রæপ ও কবির খান গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুইদিন আগে কবির খান পক্ষের লোকজন গ্রামের রাস্তার ওপর প্রতিপক্ষের শহীদ খানকে বেধড়ক মারধর করে। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের মধ্যে একাধিকবার বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

দুই দিনের জমে থাকা উত্তেজনার বিস্ফোরণ ঘটে মঙ্গলবার ভোরে। সকাল ৭টা থেকেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা টানা তিন ঘণ্টা ধরে চলতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছিলেন না।

এ ঘটনায় এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার পর থেকে তুজারপুর ইউনিয়ন এলাকা থেকে অন্তত ৯ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে হাসান কাজী (২৬) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান বলেন, “জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই সরইবাড়ি গ্রামের দুইপক্ষের মধ্যে আজকের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা দ্রæত প্রশাসনকে অবহিত করি। পরে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X