

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে পরিচালিত এক বিশেষ অভিযানে ২টি ড্রেজার মেশিন ও প্রায় কয়েক হাজার ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে রবিবার উপজেলার আকোটের চর ইউনিয়নের ইউনিয়নের কাজী ডাঙ্গী এলাকায় রামনগর খালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র সরকারি খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ প্লাস্টিক পাইপ জব্দ করে আকোটের চর ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর জিম্মায় দেওয়া হয় ও বালু ব্যবসায়ী মিনা মোল্লার বিরুদ্ধে সদরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, সরেজমিনে গিয়ে উপজেলার আকোটের চর ইউনিয়নের রামনগর খালে গিয়ে দেখা যায় অবৈধ দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরবর্তীতে ড্রেজারের মালিক মিনা মোল্লা তার ড্রেজার বলে স্বিকার করেন। ড্রেজার ও পাইপ আকোটের চর ইউপি চেয়ারম্যানের পক্ষে দফাদারের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযুক্ত মিনা মোল্লা বিরুদ্ধে ও বালু ব্যবসায়ী মিনা মোল্লার বিরুদ্ধে সদরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও কৃষকরা। তারা অবৈধ ড্রেজিংসহ সব ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
