রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ফরিদপুর-৪ আসন

জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
মাওলানা সরোয়ার হোসেন
expand
মাওলানা সরোয়ার হোসেন

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের দায়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদীয় আসন-২১৪ এলাকার নির্বাচনি অনুসন্ধানী বিচারিক কমিটির সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়।

আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভিল জজের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ওই প্রার্থীকে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

গণসংযোগ ও প্রচারণার বিষয়ে একটি ভিডিও বুধবার আলোকিত ভাঙ্গা নামক ফেসবুক পেজ থেকে পোস্ট হলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, আমি এখনো নোটিশ হাতে পাইনি, শুধু শুনেছি। আমিতো কোনো মাইকে প্রচার বা গণসংযোগও করিনি, নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের কোনো কর্মকাণ্ডও করিনি। বিষয়টি নিয়ে আমি লিখিত ব্যাখ্যা দেব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X