

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শরীফ শাওনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এসময় তিনি সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
