বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নসিমনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিল হামজা
expand
অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিল হামজা

ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমনের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম হামজা মোল্লা (১৫)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী মো. শহিদ মোল্লার ছেলে।

স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিল হামজা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৫ মিনিটের দিকে উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হামজা সদরপুর ফিলিং স্টেশন রং কিনে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে বেপারী বাড়ির মোড় এলাকায় যেতেই একটি ইজিবাইক রাস্তায় ঘুরাতে দেখে সে সজোরে ব্রেক চাপলে চাকা স্লিপ করার কারণে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলে থাকা হামজা মোল্লা ছিটকে গিয়ে পড়ে সড়কের ওপর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষনা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম রাব্বানী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় হামজা মারা গেছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X