শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় আজও চলছে অবরোধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
expand
ভাঙ্গায় আজও চলছে অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনও বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ কিছুক্ষণ অবরোধ করার পর সড়কের পাশে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়ন এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে ঢাকা, খুলনা ও বরিশালগামী যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, দুটি ইউনিয়নকে ভাগ করে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। তারা চান ওই ইউনিয়ন দুটি আগের আসনের সঙ্গে যুক্ত থাকুক। বিক্ষোভকারীরা বলেন, “এটি আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু কোনো ফল পাইনি। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।”

এর আগে রোববার ও সোমবারও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এর ফলে ফরিদপুর–ভাঙ্গা অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

অবরোধ চলাকালে কিছু এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সিদ্দিকি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর। এরপর থেকে জনতা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধে অবস্থান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন