

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উত্তরাঞ্চলে শীতের হিমেল আমেজ এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ভোর থেকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দিনাজপুরজুড়ে নেমে আসে শীতের ভারী প্রভাব। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনে সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, ফলে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, উত্তর দিক থেকে প্রবাহিত শীতল বাতাসের কারণে দিনাজপুরসহ সমগ্র উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। সামনের কয়েক দিন রাত, ভোরে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। তিনি আরো বলেন, দিনাজপুরে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি প্রকৃত তাপমাত্রার তুলনায় বেশি লাগছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, যা সড়কযাত্রায় সতর্কতা অবলম্বন জরুরি। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ডিমলা (নীলফামারী) ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী (পাবনা) ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাট ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোর ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন