শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে
expand
দিনাজপুরে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

‎উত্তরের জনপদ দিনাজপুরে বইছে কনকনে শীতের তীব্রতা। টানা কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই, আর বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। চারদিক ঢেকে থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

‎দিনের বেশির ভাগ সময় সূর্যের অনুপস্থিতি ও হিমেল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে চলাচল করা দূরপাল্লার যানবাহনগুলোকে সারাদিনই হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, ফলে যাতায়াতে বাড়ছে ঝুঁকি ও ভোগান্তি।

‎এর মাঝেও খেঁটে খাওয়া মানুষদের বাইরে বের হতে হয়। দিনমজুর ওসমান বলেন, কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীত আমাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। আমরা দিন আনি দিন খাই কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। স্ত্রী-সন্তানের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার তাগিদেই কনকনে শীত উপেক্ষা করে আমাদের বাইরে বের হতে হয়।

‎‎দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরও বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং এর পরিধি বাড়ার আশঙ্কা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X