বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
দুর্ঘটনা কবলিত বাস
expand
দুর্ঘটনা কবলিত বাস

‎দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।

‎‎বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইপিজেড কর্মী আদুরী ও মোর্শেদা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X