

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তার দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ আনা হয়েছে। তবে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী (রোমা) অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা সাংবাদিকদের বলেন, “জিডিতে উল্লিখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মহাসড়কে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে অদক্ষ লোক দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আমি জনগণের ভোগান্তি দেখে গাড়ি থামিয়ে বিষয়টি জানতে চাইলে ওই কর্মকর্তা আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করেন।”
তিনি আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তা এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারেন—তা ভাবতেও কষ্ট হয়।”
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় মহাসড়কে যানজট ছিল মারাত্মক। চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মন্তব্য করুন