সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাভার থেকে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
expand
ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সাভারে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিআরপি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার কুরুঙ্গী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া, সাভার থানার চাপাইন এলাকার আঃ রহিমের ছেলে আসলাম (৩৮), সাভার থানার সিআরপি এলাকার নাছির খান বিহারীর ছেলে সুজন খান বিহারী (৩৭) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাউদ্দা এলাকার মোঃ বাবুলের ছেলে শাহীন (২১), যিনি বর্তমানে সাভারের সিআরপি এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের পিসিপিআর পর্যালোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X