মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ৫ জন ডাকাত গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
ডাকাত দলের ৫ সদস্য আটক
expand
ডাকাত দলের ৫ সদস্য আটক

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ সাইদুল ইসলাম।

গ্রেপ্তার আসামিরা হলেন, মোঃ রাজিব (৩০), মোঃ রবিউল মিয়া (৩৫), মোঃ পাভেল (২৮), মোঃ আবুল বাশার (৩৬), মোঃ মনির হোসেন (২৮)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে ডাকাতি করার প্রস্তুতিকালে ১টি ধারালো ছুরি, ১টি কাঠের লাঠি ও ৩টি লোহার রডসহ সাভারের পাকিজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপকর্মের মামলা রয়েছে বলেও জানান পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X