শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল খেলা নিয়ে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ৪০

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
expand
ফুটবল খেলা নিয়ে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ৪০

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এঘটনায় কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন ও একাধিক সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দলের মধ্যকার ফাইনাল হওয়ার কথা থাকলেও অতিরিক্ত দর্শকচাপ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে খেলা স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি।

১০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক ঢুকে পড়ায় বিকেল ৪টার দিকে গ্যালারি থেকে মাঠে নেমে আসেন অনেকে। এতে স্টেডিয়ামের গেট ভেঙে ফেলা হয়।

পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোতায়েন করা হয়। তবে খেলা শুরু না হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভাঙচুর চালান।

ঘটনাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করে বলেন, আয়োজকদের গাফিলতির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের আরও সতর্ক থাকা দরকার ছিল।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এখনো কারও পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন