শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
গ্রেফতারকৃত মোঃ আমিন ওরফে মাহত আমিন (৪৫)
expand
গ্রেফতারকৃত মোঃ আমিন ওরফে মাহত আমিন (৪৫)

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর চারটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত মোঃ আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৫ কক্সবাজার ও বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধসহ ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়শুক্রবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জায়েদ নুর বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন