

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন বাংলাদেশি নাগরিক এবং প্রাণ হারিয়েছেন মিয়ানমারের এক বাসিন্দা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তে ৫৫ নম্বর পিলার থেকে পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক এলাকায় মাইন বিস্ফোরণ ঘটে।
এ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন দুই ব্যক্তি— একজন বাংলাদেশি, অপরজন মিয়ানমারের নাগরিক।
বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান মেনথাং (৪০) নামের একজন মিয়ানমার নাগরিক। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের নতুনপাড়া তাংলাই এলাকার বাসিন্দা। আহত হন মেনসার ম্রো (৩০) নামের এক বাংলাদেশি যুবক, যিনি বান্দরবানের আলীকদম উপজেলার গর্জনপাড়ার শাংওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে নিহত মেনথাং ও আহত মেনসার ম্রো একসঙ্গে জুমক্ষেত পরিদর্শনে যাচ্ছিলেন। সীমান্তবর্তী ওই এলাকায় হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন পরে দেখতে পান একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।
বিজিবি জানিয়েছে, আহত মেনসার ম্রোকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তার নিজ গ্রামে নেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে নিহত মেনথাংয়ের মৃতদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়াও চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের মতো ঘটনায় তারা আতঙ্কিত। এসব দুর্ঘটনা থেকে নিরাপদে থাকার জন্য সীমান্তে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বিজিবি।
উল্লেখ্য, মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলা সামরিক সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় মাইন পুঁতে রাখার অভিযোগ রয়েছে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে। এর ফলে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতেও মাঝে মাঝে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
