

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও অস্ত্রের সরঞ্জাম নিয়ে প্রজন্ম লীগ সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম।
গ্রেপ্তারকৃত মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান করা হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেন এবং আটকৃতদের আদালত প্রেরণ করা হয় বলে জানান।
তিনি আরো জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে ।
মন্তব্য করুন
