

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারের অভ্যন্তরের রাখাইন রাজ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনার জের ধরে অবৈধভাবে অনুপ্রেবশের অভিযোগে ৫২ জন রোহিঙ্গাকে আটক করেন।
আটককৃতদের মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে টেকনাফ থানা থেকে পুলিশ পাহারায় এসব আটক ব্যক্তিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।টেকনাফ থানা সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মুখে পালিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মোট ৫৭ জনকে আটক করে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম যাচাই-বাছাই শেষে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ২ জন বাংলাদেশি নাগরিক এবং অনুপ্রবেশের সঙ্গে সরাসরি জড়িত নয় এমন ৪ জন নিরীহ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
