

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার বুড়িচং উপজেলায় এক নৈশপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত নৈশপ্রহরী দুলা মিয়া বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় আড়াইটার দিকে দুলা মিয়া কিছুক্ষণের জন্য এক মোড়ে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দেলোয়ার হোসেন সেখানে এসে পাহারাদারকে বসে থাকতে দেখে ক্ষুব্ধ হন।
প্রশ্ন করলে দুলা মিয়া জানান, তিনি মাত্র কিছুক্ষণ হলো বসেছেন। এতেই ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে দুলা মিয়ার পিঠ ও ঘাড়ে আঘাত লাগে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন, একজন বয়স্ক শ্রমজীবী পাহারাদারকে এভাবে মারধর করা অমানবিক কাজ। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি তুলেছেন তারা।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “বাজার কমিটির সেক্রেটারি হিসেবে দেলোয়ার যে নির্মম আচরণ করেছেন তা বর্বরোচিত। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, “আহত দুলা মিয়াকে হাসপাতালে দেখতে এলাকাবাসী ছুটে গেছে। আমরা ইউএনওকে জানিয়েছি, মামলা করার প্রস্তুতি চলছে।”
হাসপাতালের বেডে শুয়ে আহত দুলা মিয়া সাংবাদিকদের বলেন, “তিনি আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রাণ বাঁচাতে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হয়, তবুও থামেননি। পরে সহকর্মীরা এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে।”
অভিযোগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন দোলন বলেন, “কিছুদিন আগে বাজারে মোবাইল চুরি হয়েছে। পাহারার সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দুলা মিয়া পাহারায় সজাগ না থেকে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। আমি একাধিকবার সামনে দিয়ে যাতায়াত করলেও তিনি টের পাননি। এজন্যই তার সঙ্গে ঝামেলা হয়েছে।”
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    