রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্রগঠনের সার্বজনীন দিকনির্দেশনা: মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
expand
বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের সার্বজনীন দিকনির্দেশনা’ হিসেবে উল্লেখ করেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচনী এলাকার লালমাই স্কুল মাঠে ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের ৫০০ বছরের ইতিহাসে রাষ্ট্রগঠনের জন্য এ রকম নিরহংকার ও নির্ভেজাল দিকনির্দেশনা আর কেউ দেয়নি। কৃষক-শ্রমিক থেকে শিক্ষা, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই সুস্পষ্ট সংস্কারের রূপরেখা আছে এই দফাগুলোতে।

মনিরুল হক আরও বলেন, আমি নির্বাচিত হলে সদর দক্ষিণ থেকে পাঁচথুবি, পূর্বের সীমান্ত এলাকা থেকে পশ্চিমের ক্যান্টনমেন্ট পর্যন্ত পুরো কুমিল্লা নগরকে এমনভাবে গড়ে তুলব, যেন তা বিশ্বের অন্যতম আধুনিক মহানগরের উদাহরণ হয়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের মধ্যেও বিএনপির দূরদর্শিতার কারণে নির্বাচন এগিয়ে এসেছে। দল তাকে মনোনয়ন দিয়ে যে আস্থা দেখিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সময় খুব কম। সবাই এখন থেকেই ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমে পড়ুন।

এদিকে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। তিনি মনে করেন, কুমিল্লা-৬ আসনে মনিরুল হককে মনোনয়ন দিয়ে দল যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।

বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী অধ্যাপক এম এম শরীফুল করীম, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর, মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ অন্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন